১৯৮৪ সালে রাঙামাটি বরকলে ভুষণছড়ায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ৩১/০৫/২০২১, ১:২৩ PM / ২০
১৯৮৪ সালে রাঙামাটি বরকলে ভুষণছড়ায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

মোঃ শফিকুর রহমান (বান্দরবান প্রতিনিধি):
আজ ৩১ মে ২০২১ সোমবার সকাল ৯.৩০ মিনিটে বান্দরবান শহরস্থ প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব) আলহাজ্ব মোঃ তারু মিয়া এর সভাপতিত্বে ৩১ মে ১৯৮৪ সালে রাঙামাটি বরকলে ভুষণছড়ায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি মোঃ কাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, সাংবাদিক এস এম সম্রাট, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মো:মিজানুর রহমান আকন্দ সহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা ও পৌরঃ শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি মোঃ কাজী মুজিবুর রহমান বলেন পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস মুক্ত করতে হবে এবং চাঁদাবাজি বন্ধ করতে হবে উন্মুক্ত ব্যবসা করার অধিকার দিতে হবে বলে সরকারের প্রতি আহবান করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা।